চট্টগ্রাম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

আইস ও মদসহ ৭ মিয়ানমার নাগরিক গ্রেপ্তার সেন্টমার্টিনে

টেকনাফ সংবাদদাতা

১৪ আগস্ট, ২০২৪ | ৯:১৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের বঙ্গপোসাগরে অভিযান চালিয়ে আইস ও মদসহ মিয়ানমারের সাতজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

 

আটকরা সবাই মিয়ানমার নাগরিক বলে নিশ্চিত করেছে বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আহমদ সুজন।

 

বুধবার (১৪ আগস্ট) ভোরে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ হতে এক নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বাংলাদেশ সমুদ্র এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

 

বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আহমদ সুজন এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে একটি ট্রলার আটক করা হয়। তাতে তল্লাশি করে ৮৩ বোতল বিদেশি মদ ও দুই কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ৭ জন চোরাকারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট