চট্টগ্রাম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

অবশেষে কক্সবাজার সৈকতে ফিরেছে ট্যুরিস্ট পুলিশ

ট্যুরিস্ট পুলিশ কর্মস্থলে ফেরায় স্বাভাবিক হচ্ছে কক্সবাজার

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার

১৪ আগস্ট, ২০২৪ | ১১:৫১ পূর্বাহ্ণ

দীর্ঘ বিরতির পর অবশেষে কক্সবাজার সমুদ্র সৈকতে ফিরেছে ট্যুরিস্ট পুলিশ। শৃঙ্খলার সঙ্গে পর্যটন স্পটে মানুষের চলাচল নিশ্চিতে দায়িত্ব পালন শুরু তারা।

 

গতকাল ১৩ আগস্ট দুপুর ৪টার থেকে কক্সবাজারের লাবনী বীচ, সুগন্ধা পয়েন্ট, কলাতলী বীচসহ গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন শুরু করেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

 

এতদিন পর নিরাপদে কর্মস্থলে ফিরতে পেরে উচ্ছ¡সিত তারা। তবে কক্সবাজার সমুদ্র সৈকতে হোটেল মোটেল জোনে নিরাপত্তায় নিয়োজিত ছাত্র-জনতা ব্যবসায়ীরা কাজ করে যাচ্ছে।

 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারে পতনের পর পুলিশের চেইন অব কমান্ড পুরোপুরি ভেঙে পড়ে সারাদেশে। কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আহত ও নিহত হন পুলিশের অনেক সদস্য। এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় কর্মস্থলে ফিরতে অনীহা ছিল পুলিশ সদস্যদের। এতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভেঙে পড়ে।

 

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশেষে কক্সবাজার সমুদ্র সৈকতে ট্যুরিস্ট পুলিশ সদস্যদের নিরাপত্তার আশ্বাস দিয়ে কর্মস্থলে ফেরার নির্দেশ দেয় পুলিশের আইজি।

ট্যুরিস্ট পুলিশের এসপি মনজুর মোরশেদ জানান, কক্সবাজার পযর্টকদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা প্রস্তুত। বিভিন্ন পয়েন্ট আগের মত ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাবেন। আমাদের অনুপস্থিতে চুরি-ছিনতাই বেড়ে গেছে। ধীরে ধীরে অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

এসময় তিনি আরও জানান, হোটেল মোটেল জোনে লুটপাট-ছিনতাই সহ চাদাঁবাজি হয়েছে। এতে যদি মালিক পক্ষ মামলা করে তাহলে আইনানুগ ব্যবস্থার আশ্বাস দেন। এছাড়া তিনি চাদাঁবাজ সহ বিভিন্ন অপরাধীদের তথ্য থাকলে সবাইকে পুলিশকে দেওয়ার অনুরোধ করেন।

 

সাংবাদিকদের প্রশ্নে বলেন, দীর্ঘদিন না থাকায় ছিনতাইকারী বেড়েছে তা শীঘ্রই দমন করা হবে। এবং শহরে ময়লার স্তুপসহ নানা সমস্যা নিয়ে কউক, পৌরসভা, ডিসি অফিসসহ সংশ্লিষ্টরা শীঘ্রই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ নানা উদ্যোগ গ্রহণ করবেন বলে আশাবাদী।

 

এসময় দেখা যায়, বীচ ব্যবসায়ীরা ট্যুরিস্ট পুলিশদের ফুল দিয়ে বরণ করতে ও ট্যুরিস্ট পুলিশ আগত পযর্টকদেরও ফুল দিয়ে বরণ করতে।

হোটেল-মোটেল মালিক সমিতির আবুল কাসেম সিকদার বলেন, আমাদের কক্সবাজার এখন শান্ত। পযর্টক বরণে জন্য প্রস্তুত। এছাড়া পর্যটক যাতে কক্সবাজার এসে সর্বনিম্ন ২০০ টাকা ভাড়া দিয়ে থাকতে পারেন এমন ব্যবস্থা করা হবে।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট