চট্টগ্রাম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বান্দরবান জেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে অবস্থান ধর্মঘট

বান্দরবান প্রতিনিধি

১২ আগস্ট, ২০২৪ | ১:১৬ অপরাহ্ণ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয় ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। কার্যালয় ঘেরাও করে মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছে তারা। এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনেও তালা লাগিয়ে দেয়া হয়। সেখানে তারা অবস্থান ধর্মঘট পালন করছে। অন্তবর্তীকালীন জেলা পরিষদ পুনর্গঠন ও চেয়ারম্যান সদস্যদের পদত্যাগের দাবিতে পার্বত্য নাগরিক পরিষদের ব্যানারে স্থানীয় জনতা জেলা পরিষদের কার্যালয় ঘেরাও করে।

 

সোমবার (১২ আগস্ট) সকালে বান্দরবান জেলা শহর থেকে মিছিল সহকারে বিক্ষুব্ধ জনতা লাঠিসোটা নিয়ে শহরের উপকণ্ঠে মেঘলা এলাকায় বান্দরবান জেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে। কার্যালয়ের সামনে মূল সড়কে সেখানে তারা অবস্থান ধর্মঘট পালন করছে। বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে জেলা পরিষদ কার্যাল ও মূল ফটকে তালা লাগিয়ে দেয়। এ সময় কার্যালয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ও সদস্যরা ছিলেন না।
গত ৫ আগস্ট সারাদেশে সংঘাতের পর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা সেখান থেকে নিরাপদ জায়গায় সরে যান। ঘেরাওকালীন সময়ে সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ।

 

তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা খুব শীঘ্রই এই বিশেষ সিদ্ধান্ত নিবেন।

 

নেতৃবৃন্দ ও ঘেরাওকারীরা বলছেন, দীর্ঘদিন থেকে পার্বত্য জেলা পরিষদগুলোতে নির্বাচন না হওয়ায় সেখানে দুর্নীতি অনিয়ম প্রকট আকার ধারণ করেছে। মানুষজন এসব জায়গা থেকে কোন সেবাই পাচ্ছে না। দীর্ঘদিন থেকে দলীয় চেয়ারম্যান ও সদস্যদের দিয়ে অন্তর্বর্তীকালীন তিনি পার্বত্য জেলা পরিষদ চালানো হচ্ছে। অবিলম্বে জেলা পরিষদ পুনর্গঠন ও চেয়ারম্যান সদস্যদের পদত্যাগের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট