চট্টগ্রাম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

২৬ বছর পর কারামুক্ত হলেন আলোচিত শিবির নাছির

নাজিরহাট সংবাদদাতা

১১ আগস্ট, ২০২৪ | ৯:৫২ অপরাহ্ণ

দীর্ঘ ২৬ বছর চার মাস পাঁচদিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন বহুল আলোচিত শিবির নাছির। তার পুরো নাম মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী। হাটহাজারী উপজেলা ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের দোস মোহাম্মদ চৌধুরী বাড়ির মৃত এলাহি বক্সের ছেলে।

 

১৯৯৮ সালের ৬ এপ্রিল চট্টগ্রাম কলেজ হোস্টেলের ছাত্রাবাস থেকে নাছিরকে গ্রেপ্তার করা হয়।

 

রবিবার ((১১ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নাছিরের আইনজীবী মনজুর মোরশেদ আনসারী নিশ্চিত করেন।

 

জানা গেছে, নাছিরের বিরুদ্ধে সর্বমোট ৩৬টি মামলা ছিল। যার মধ্যে ৩১টি মামলায় খালাস পেয়েছেন, দুটি মামলায় সাজাভোগ করেছেন এবং সর্বশেষ তিনটি মামলায় নাছির জামিনে মুক্ত হয়েছেন। চট্টগ্রাম দায়রা আদলাত এবং বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাগুলো নিষ্পত্তি হয়।

 

জানতে চাইলে আইনজীবী মনজুর মোরশেদ আনসারী বলেন, বৈরি সরকার ক্ষমতায় থাকায় রাজনৈতিক চাপে নাছিরকে মুক্ত করা যায়নি। বর্তমানে নিরপেক্ষ বিচার বিভাগের কারণে দীর্ঘদিন কারাভোগের পর নাছিরকে জামিনে মুক্ত করা হয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট