চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়কারীদের বৈঠক

হাটহাজারী সংবাদদাতা

১১ আগস্ট, ২০২৪ | ৭:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনসহ সকল বিভাগীয় কর্মকর্তাদের সাথে চট্টগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়কারীদের মধ্যে চলমান পরিস্থিতি ও তাদের কার্যক্রম সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ শারবীন, হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহিদ মাহমুদ, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দীন, হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন।

 

এতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন সমন্বয়কারী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন মো. সিহাব হাসান চৌধুরী, মো. শওকত আকবর, মোহাম্মদ শরীফ হোসেন, নাফিজা সুলতানা অমি, রবিউল হাসান শফি, ওমর ফারুক নয়ন, সুলতানুল আরেফিন, মোহাম্মদ জয়নুল আবেদীন, শিক্ষা অফিসার রোজিনা রহমান, সাংবাদিকদের মধ্যে হাটহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম মনসুর আলী, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল।

 

সভায় সমন্বয়কারীরা বলেন, উদ্ভূত পরিস্থিতিতে তারা জনগণের জানমাল সুরক্ষায় কাজ করছেন। কোনো সুযোগ সন্ধানী গোষ্ঠী যেন ব্যবসায়ীদের ক্ষতি করতে না পারে সেজন্য কাজ করে যাচ্ছেন।

 

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে চট্টগ্রামের কোনো উপজেলায় এখনো পর্যন্ত কোনো সমন্বয়কারী নেই, সবাই প্রতিনিধি। কেউ যদি সমন্বয়কারী পরিচয় দেয় সেটা সঠিক নয়। আর ছাত্ররা প্রশাসনের কোনো কর্মকর্তাকে না জানিয়ে কোথাও কোনো অভিযান বা বাজার তদারকি ইত্যাদি কাজ করতে পারবে না এবং আজ থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্র ছাড়া স্কুলের ছাত্ররা সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করতে পারবে না। তারা উপজেলা প্রশাসনের প্রতি মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনারও দাবি জানান।

 

এরপর বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতৃবৃন্দ হাটহাজারী মডেল থানায় গিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খান, ওসি মো. মনিরুজ্জামানসহ পুলিশ কর্মকর্তাদের সাথে সাক্ষাত করেন।

 

এ সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ বলেন, আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীরা অত্যন্ত বলিষ্ট একটা ভূমিকা রাখছে, সুন্দর একটা পরিবর্তন আনছে, এটা আমাদের দেশে খুব দরকার ছিল। এ সময় তিনি রাস্তাঘাটে ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় শিক্ষার্থীদের অভিনন্দনও জানান। একই সাথে দ্রুত সময়ের মধ্যে হাটহাজারী থানার পুলিশ কর্মস্থলে ফিরে আসবে বলে জানান।

 

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট