চট্টগ্রাম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

চাঁদাবাজদের জিম্মি থেকে রাঙ্গুনিয়ার মানুষ মুক্তি পেয়েছে: হুম্মাম কাদের

বিজ্ঞপ্তি

১০ আগস্ট, ২০২৪ | ৪:৫১ অপরাহ্ণ

চাঁদাবাজদের জিম্মি থেকে রাঙ্গুনিয়ার মানুষ মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং বিএনপির সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেন, আজ থেকে এই রাংগুনিয়ায় কোনো চাঁদাবাজি ববরদাশত করা হবে না।

শনিবার এক পথ সভায় তিনি এসব কথা বলেন। হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমার বাবার শেষ ইচ্ছে ছিল রাঙ্গুনিয়ার মাটিতে শায়িত হওয়ার। কিন্তু জালিম সরকার সেই ইচ্ছেটাও পূরণ হতে দেয়নি। যারা লুটপাট-অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে বিচার করা হবে।

তিনি আরও বলেন, সাড়ে ১৬ বছর পর আজ রাঙ্গুনিয়া একনায়কতন্ত্রের জিম্মি থেকে মুক্ত হয়েছে। অন‍্যায়ভাবে আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে। বাবার জানাজায়ও অংশ নিতে পারিনি। গত কয়েকদিন একটি সুবিধাবাদী দুর্বৃত্ত গোষ্ঠী বিভিন্নস্থানে সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর হামলা ও অগ্নিসংযোগ করছে। তাদের আইনের আওতায় আনা হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট