চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

উত্তর পাহাড়তলীতে লুট হওয়া গরু উদ্ধার করে মালিককে ফেরত দিলেন ছাত্ররা

নিজস্ব প্রতিবেদক

৮ আগস্ট, ২০২৪ | ১০:২১ অপরাহ্ণ

উত্তর পাহাড়তলীর লেকসিটি আবাসিক সংলগ্ন এলাকায় কাউন্সিলর জহুরুল আলম জসিমের আরিবাহ ডেইরি ফার্ম থেকে লুট হয়ে যাওয়া ৭টি গরু উদ্ধার করে মালিককে ফেরত দেয়া হয়েছে। গতকাল বুধবার বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত মোস্তফা হাকিম কলেজের কয়েকজন ছাত্র উত্তর কাট্টলী থেকে গরুগুলো উদ্ধার করেন। পরে ছাত্ররা এ বিষয়ে ফোন করে সেনাবাহিনীর সহায়তা চাইলে তারা প্রকৃত মালিককে গরুগুলো বুঝিয়ে দিতে বলেন। ছাত্ররা উদ্ধারকৃত গরুগুলো কলেজ প্রাঙ্গণে এনে অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের কাছে বুঝিয়ে দেন। পরে নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম চৌধুরীর তত্ত্বাবধানে কলেজের অধ্যক্ষ মো. আলমগীর গরুগুলোর প্রকৃত মালিক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমের প্রতিনিধি গিয়াস উদ্দীনের কাছে হস্তান্তর করেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ কাট্টলী বিএনপি নেতা শাহেদ আকবর, সিরাজ উদ্দীন, আলহাজ নেছার আহম্মদ, তৌসিফ চৌধুরী, ছাত্রদল নেতা সামির প্রমুখ উপস্থিত ছিলেন।

‍পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট