চট্টগ্রাম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

কুতুবদিয়ায় নিখোঁজ ৩ শিশুর মরদেহ উদ্ধার

কুতুবদিয়া সংবাদদাতা

৭ আগস্ট, ২০২৪ | ১০:৫৮ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় বড়ঘোপ সমুদ্র সৈকতে খেলতে গিয়ে নিখোঁজ হওয়া তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

নিহতরা হল- উপজেলার সদর বড়ঘোপ ইউনিয়নের ওয়াহেদ আলী পাড়ার মো. বাদশার ছেলে আশেকুল ইসলাম আশেক (১১), আলী হোছাইনের ছেলে মো. আলিম উদ্দিন (১২) ও মো. হাসেমের ছেলে মো. জাওয়াদ (৬)। এদের দু’জন পরস্পর চাচাতো ভাই বলে জানা গেছে।

 

আজ বুধবার (৭ আগস্ট) বিকেলে কৈয়ারবিলের পশ্চিম সৈকত থেকে নিখোঁজ জাওয়াদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ঘটনার দিন মঙ্গলবার বিকাল ৫টায় আশেক ও বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আলিমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

 

বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার শংকু বড়ুয়া পূর্বকোণকে জানান, ওই স্টেশনে ডুবুরি ইউনিট না থাকাই ঘটনার পর সাগরে নেমে শিশুদের উদ্ধার অভিযান পরিচালনা সম্ভব হয়নি। তবে নিখোঁজের পরিবারকে কোস্ট গার্ডের সহায়তা নেয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল।

 

উল্লেখ্য, মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার পশ্চিমে বড়ঘোপ সৈকতের বালিয়াড়িতে এক দল শিশু ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বল চলে যায় সাগরে। সেখান থেকে ঝাঁপিয়ে পড়ে বল আনতে গিয়ে স্রোতে সাগরে তলিয়ে যায় ওই তিন শিশু।

 

 

পূর্বকোণ/হাছান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট