চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়িতে সুরক্ষিত আছে মন্দির, বাড়িঘর

নাজিরহাট সংবাদদাতা

৬ আগস্ট, ২০২৪ | ১১:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সকল সংখ্যালঘুদের মন্দির, গির্জা ও বাড়িঘর সুরক্ষিত রয়েছে। উপজেলার এক লাখ ১০ হাজার সংখ্যালঘুর জন্য উপাসনালয় হিসাবে আনুমানিক হারে হিন্দুদের ২৬০টি মন্দির, ৩০টি বৌদ্ধ মন্দির ও দুটি গির্জা রয়েছে।

 

মঙ্গলবার (৬ আগস্ট) পর্যন্ত উপজেলার সংখ্যালঘুরা শতভাগ সুরক্ষায় আছেন এবং উনাদের মন্দির, গির্জা ও বাড়িঘরে কোন প্রকার সহিঞ্চু ঘটনা ঘটেনি। সেই সাথে পার্শ্ববর্তী মুসলিম সমাজ উনাদের সার্বিক সহযোগিতা করছেন এবং সুরক্ষা দিতে প্রস্তুত রয়েছেন বলে জানা যায়।

 

জানতে চাইলে ফটিকছড়ির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট উত্তম কুমার মহাজন বলেন, ফটিকছড়ি উপজেলার সংখ্যালঘুদের জানমালের কোন ক্ষয়ক্ষতি হয়নি, সংখ্যালঘুরা অত্যন্ত সম্প্রীতি ও সৌহার্দ্য পরিবেশে রয়েছেন।

 

জানতে চাইলে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান  ঐক্য পরিষদের সভাপতি বিজয় কৃঞ্চ বৈষ্ণ্য বলেন, সংখ্যালঘুদের পরিবার, স্থায়ী-অস্থায়ী সম্পদ, উপাসনালয় সুরক্ষিত আছে। বরঞ্চ সংখ্যালঘুদের উপর আক্রমণ কিংবা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য মুসলিমরা যথেষ্ট সহযোগিতা করছেন।

 

একইভাবে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, ফটিকছড়িতে সংখ্যালঘুদের বাড়ি-ঘর, জানমাল ও উপাসনালয়ে হামলার খবর শোনা যায়নি।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট