চট্টগ্রাম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

পেকুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত

পেকুয়া সংবাদদাতা

৩১ জুলাই, ২০২৪ | ৭:৪১ অপরাহ্ণ

‘ভরবে মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়া উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালন করা হয়।

 

বুধবার (৩১ জুলাই) সকালে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু।

 

তিনি বলেন, মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে সফলতা অর্জন করে আসছে। সরকারের সার্বিক সহযোগিতায় মৎস্য চাষে বিপ্লব ঘটেছে। দেশের মাছের চাহিদা মিটিয়ে বিদেশেও প্রচুর মাছ রপ্তানি করা হচ্ছে।

 

পরে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিনের সঞ্চালনায় ও হাফেজ সেলিম উদ্দিনের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে উপজেলা পরিষদের হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, ভাইস চেয়ারম্যান মাহাবুল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা, মৎস্যজীবীদের পক্ষ হতে উপজেলা ক্ষুদ্র মৎস্য সমিতির সভাপতি জিয়াবুল হক জিকু, মৎস্য চাষি আরমানুর ওসমান চৌধুরী প্রমুখ।

 

পরে শ্রেষ্ঠ সফল মাছ চাষী হিসেবে কার্প- মিশ্র চাষে পেকুয়া সদরের আরমানুর ওসমান চৌধুরী, চিংড়ি চাষে রাজাখালীর জহির উদ্দিন ও দেশীয় প্রজাতির মাছ চাষে টইটংয়ের আবু হেনা মোস্তফা কামাল রাজীবকে সফলতা সম্মাননা স্মারক পুরস্কার বিতরণ করা হয়।

 

বিকেলে উপজেলা চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি নুর পেয়ারা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা ও সিনিয়র কর্মকর্তা আনোয়ারুল আমিন পেকুয়া উপজেলা পুকুরে বিভিন্ন প্রকারের দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করেন।

 

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট