চট্টগ্রাম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজস্থলীতে সংবাদ সম্মেলন

রাজস্থলী সংবাদদাতা

৩১ জুলাই, ২০২৪ | ১২:৪৪ পূর্বাহ্ণ

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২৪ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেছে রাজস্থলী উপজেলা মৎস্য অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফল ভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়।

রাজস্থলী উপজেলা মৎস্য অফিসার আরাফাত হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী চিংনুমং মারমা, দৈনিক পূর্বকোণের রাজস্থলী প্রতিনিধি আজগর আলী খান, অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্রক্ষরিক সঞ্চয় চাকমা ও সাংবাদিকবৃন্দ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট