চট্টগ্রাম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ঈদগাঁওতে গণপিটুনিতে ডাকাত নিহত

ঈদগাঁও সংবাদদাতা

২৭ জুলাই, ২০২৪ | ৯:১৬ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে গণপিটুনিতে আবুবক্কর ছিদ্দিক (২৬) নামে এক ডাকাত নিহত হয়েছে। সে ঈদগাঁও ইউনিয়নের ধুইল্যাঝিরি পূর্ব ভোমরিয়াঘোনা গ্রামের ছৈয়দ নুরের ছেলে।

 

জানা যায়, শনিবার (২৭ জুলাই) ভোররাতে একদল সশস্ত্র ডাকাত ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়া ঢালা নামকস্থানে ডাকাতির উদ্দেশ্যে সড়কে অবস্থান নেয়।

 

বিষয়টি এলাকাবাসী জানতে পেরে ডাকাত দলকে ধাওয়া দেয়। এতে উল্লেখিত আবুবক্কর জনতার হাতে ধরা পড়লে গণপিটুনিতে নিহত হয়।

 

খবর পেয়ে ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

তিনি বলেন, আবুবক্করের বিরুদ্ধে থানায় ডাকাতি প্রস্তুতির চারটি নিয়মিত মামলা রয়েছে। এছাড়া ওই সড়কের প্রত্যেক ডাকাতির সাথে নিহত আবু বক্করের সংশ্লিষ্টতা ছিল।

 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

 

পূর্বকোণ/তারেক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট