চট্টগ্রাম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

খাগড়াছড়ি সংবাদদাতা

২৭ জুলাই, ২০২৪ | ৪:৫১ অপরাহ্ণ

খাগড়াছড়ি দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে জুনেল চাকমা (৩১) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতা নিহত হয়েছেন। নিহত জুনেল চাকমা দীঘিনালা সদরের আমতলী গ্রামের তপ্ত কাঞ্চন চাকমার ছেলে।

শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার কবাখালী ইউনিয়নের কাঙারামি ছড়ায় এ ঘটনা ঘটে।

ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা জানান, সকালে কাঙারামি ছড়ায় মাস্টার ললিত চাকমার বাড়িতে অবস্থা করছিলেন জুনেল। এ সময় প্রতিপক্ষের অতর্কিত গুলিতে তার মৃত্যু হয়।

তবে হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করেছেন জেএসএফ এমএন লারমার কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক জুপিটার চাকমা।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক জানান, প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত হয়েছে বলে খবর পেয়েছি। আমরা লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট