ডাকাতির প্রস্তুতিকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আজ শনিবার (১৩ জুলাই) সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দিবারাত আড়াইটার দিকে টহল দেওয়ার সময় উপজেলার টেরিয়াইল এলাকায় কান্ত ভূঁইয়া নামকস্থানে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ধাওয়া দিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করি।
গ্রেপ্তাররা হল- সীতাকুণ্ড পৌরসদরের পূর্ব আমিরাবাদ গ্রামের আব্দুল হাসেমের ছেলে আকিবুল হাসান সায়েম (২১), মৃত আহসান উল্লাহর ছেলে মো. রিফাত হোসেন (২৩), বাড়বকুণ্ড এলাকার দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের সৌরভ চন্দ্র দাশ (২১) ও বাড়বকুণ্ড চৌধুরীপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. একরাম হোসেন (৩০)।
গ্রেপ্তারদের কাছ থেকে তিনটি ছুরি, তিনটি লোহার রড়, চারটি লোহার পাইপ উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ