চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

আনোয়ারা সংবাদদাতা

৩০ এপ্রিল, ২০২৪ | ৮:৫৮ অপরাহ্ণ

আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী।

 

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

 

এমএ মান্নান চৌধুরী বলেন, নিয়মানুযায়ী আমি পদত্যাগ করেছি। জনগণের ভালোবাসা নিয়ে উপজেলা নির্বাচনে জয়ী হব, ইনশাআল্লাহ।

 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো ইশতিয়াক ইমন বলেন, বিকালে বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান চৌধুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

 

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট