চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সেন্টমার্টিনে মালিকবিহীন প্রবাল ও ঝিনুক উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

১৫ এপ্রিল, ২০২৪ | ৬:২০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন থেকে পাচারের উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ সামুদ্রিক প্রবাল ও ঝিনুক উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে অভিযানে কোন পাচারকারী আটক হয়নি।

 

সোমবার (১৫ এপ্রিল) সকালে ছেঁড়া দ্বীপ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

 

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা মো. সুয়াইব বিকাশ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছেঁড়া দ্বীপের কেয়াবনের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩০ বস্তা সামুদ্রিক প্রবাল ও ঝিনুক উদ্ধার করা হয়।

 

জব্দকৃত সামুদ্রিক প্রবাল ও ঝিনুক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেন্টমার্টিন পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি সুপারভাইজার মো. আব্দুল আজিজের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

 

উল্লেখ্য, সেন্টমার্টিনের জীবন্ত পাথরে ফুটে হরেক রকমের অসাধারণ মনোমুগ্ধকর ফুল, এ ফুলকে বলা হয় প্রবাল ফুল। দেশ-বিদেশে এই ফুলের চাহিদা ও কদর প্রচুর। দামও বেশ। টাকার লোভে সেন্টমার্টিনের কিছু লোক এসব প্রবাল অবৈধভাবে আহরণ ও উত্তোলন করে পাচার করে থাকে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট