চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় মাদক সেবন করায় যুবকের ৬ মাসের দণ্ড

সাতকানিয়া সংবাদদাতা

৮ মার্চ, ২০২৪ | ৯:২৭ অপরাহ্ণ

সাতকানিয়ায় গাঁজা ও মদ সেবন করার অপরাধে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (০৮ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জখীল বাংলাবাজার এলাকায় পুলিশের সহায়তা অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজা ও ২ শ মিলি মদ উদ্ধার করা করে এই দন্ড দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দীকি।

 

গ্রেপ্তারকৃত যুবক মো. ওসমান গনি বাবু (১৯)।

 

তিনি সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল ২ নম্বর ওয়ার্ড সাইরতলী এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে।

 

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দীকি বলেন,গাঁজা ও মদসহ হাতেনাতে এক যুবককে গ্রেপ্তার করা হলে সে স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর আওতায় ৬ মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়। আসামির কাছ থেকে জরিমানার টাকা আদায় করে চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণের জন্য জেল পরোয়ানামূলে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সহযোগিতা করেন।

 

 

পূর্বকোণ/মুন্না/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট