চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

পেকুয়ায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

পেকুয়া প্রতিনিধি

১ মার্চ, ২০২৪ | ৩:৫১ অপরাহ্ণ

পেকুয়ার মগনামায় ফরহাদ খান টিপু (৩৫) নামের এক যুবককে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আশংকাজনক অবস্থায় ওই যুবককে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক।

আহত টিপু মগনামা ইউনিয়নের পশ্চিমপাড়ার আবু তালেবের ছেলে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মগনামা কাজী মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় মোহাম্মদ আনছার জানান, পূর্ব শত্রুতার জেরে ১০-১৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে এসে পূর্বপরিকল্পিতভাবে মগনামার পশ্চিম বাজারপাড়ায় এসে টিপুকে গতিরোধ করে হামলা চালায়। এতে সে মারাত্মক আহত হয়।

আহত টিপুর ভাই সোহেল আজিম জানান, মগনামার একটি বাহিনীর দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়েছে বলে সন্দেহ করছি। তাকে কিরিচ দিয়ে মাথায়, বাম হাত ও পাতে কুপানো হয়েছে। এছাড়া লোহার রডের আঘাতে ডান পা ভেঙে গেছে। তার এখনো জ্ঞান ফিরেনি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে আমি পুলিশ ফোর্স পাঠিয়েছি। ঘটনাস্থলে সারারাত পুলিশ মোতায়েন ছিল। আহত চাচার সাথে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা রয়েছে। হয়ত তারাই এ হামলা ঘটিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট