চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে আগুনে পুড়ল বৌদ্ধ শ্মশানের ভাবনাঘর

বোয়ালখালী সংবাদদাতা

২৮ জানুয়ারি, ২০২৪ | ১১:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে বৌদ্ধ শ্মশানে নির্মিত একটি ভাবনাঘর। রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীপুর বৌদ্ধ শ্মশানে এই ঘটনা ঘটে।

 

বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আজাহারুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর বৌদ্ধ শ্মশানের টিনের কাঁচা ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

 

জানা গেছে, চার বছর যাবৎ এ মহাশ্মশানে ধর্মমিত্র ভিক্ষু ধ্যান করে আসছেন এই ভাবনাঘরে। তিনি আগামীকাল সোমবার চিকিৎসার উদ্দেশ্য ভারতে যাওয়ার কথা ছিল।

 

ধর্মমিত্র ভিক্ষু বলেন, ভারতে যাওয়ার সব প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আগুনে আমার পাসপোর্ট, ৫০০ ইউএস ডলার, নগদ ৬০ হাজার টাকাসহ সমস্ত কাগজপত্র পুড়ে গেছে।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম।

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট