চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম-৩ আসনে বিজয়ী নৌকার মাহফুজুর রহমান মিতা

সন্দ্বীপ সংবাদদাতা

৭ জানুয়ারি, ২০২৪ | ১০:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীর প্রার্থী মাহফুজুর রহমান মিতা।

 

মোট ৮৪টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে মাহফুজুর রহমান মিতা পেয়েছেন ৫৪ হাজার ৭৫৬ ভোট। তার নিকটতম ঈগল প্রতীকের প্রার্থী ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ২৮ হাজার ৭০ ভোট।

 

দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু পরিবেশে সন্দ্বীপের ভোটগ্রহণ সম্পন্ন হয়। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ৮৪টি কেন্দ্রের ৫২১টি কক্ষে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। প্রথম দুই ঘণ্টায় কেন্দ্রগুলোতে ভোটাররা উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনকে ঘিরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। নির্বাচনে মোট ভোটারের শতকরা ৩৬.২১ ভাগ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

সকাল থেকে কেন্দ্রগুলোতে মানুষের সমাগম বাড়লেও দুপুর থেকে ভোটারের উপস্তিতি কমতে থাকে। কয়েকটি কেন্দ্রে ভোটারদের লাইন থাকলেও বেশিরভাগ কেন্দ্র ছিল ঝামেলাহীন। তবে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। সন্দ্বীপ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৯১৪ জন। ভোট গ্রহণের প্রথম দুই ঘন্টায় কেন্দ্রগুলোতে ১২.৬৩ ভাগ ভোটার ভোট দিয়েছেন। দুপুর দুইটা পর্যন্ত এই হার ছিল শতকরা ৩০.০৪ ভাগ। বিকেল চারটা পর্যন্ত মোট ৮৪ হাজার ৮৬ জন ভোট প্রদান করেন। এর মধ্যে ৩ হাজার ৫০৫ ভোট বাতিল করা হয়। মোট আটজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় ছিল নৌকা এবং ঈগল প্রতীকের। এদের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান মিতা পেয়েছেন ৫৪ হাজার ৭৫৬ ভোটে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ঈগল প্রতীকের প্রার্থী ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ২৮ হাজার ৭০ ভোট।

 

 

পূর্বকোণ/নরোত্তম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট