চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

টেকনাফে অস্ত্রসহ দম্পতি ধরা

টেকনাফ সংবাদদাতা

৩১ ডিসেম্বর, ২০২৩ | ৮:২২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং থেকে তিনটি এলজিসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

 

রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হল, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মনিরঘোনার মৃত মুহাম্মদ আবুর ছেলে শহিদ সিকদার (৩৮) ও মৃত সিরাজুল ইসলামের মেয়ে ও শহিদ সিকদারের স্ত্রী সাবেকুন্নাহার (৩২)।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে দুইজনকে আটক করা হয়। পরে মহিলার কোমরের বেল্টে ফিটিং অবস্থায় তিনটি এলজি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অস্ত্রগুলো রোহিঙ্গা ক্যাম্পে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট