চট্টগ্রাম শনিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ২ নির্মাণশ্রমিক আহত

খাগড়াছড়ি সংবাদদাতা

২৯ ডিসেম্বর, ২০২৩ | ৯:৫৫ অপরাহ্ণ

খাগড়াছড়ি থেকে কাজ শেষে মোটরসাইকেলে করে পানছড়ি আসার পথে দুর্বৃত্তের গুলিতে দুইজন নির্মাণশ্রমিক আহত হয়েছেন।

 

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার লোগাং সড়কের হারুবিল এলাকায় এ ঘটনা ঘটে।

 

এতে আহতরা হলেন, আঙ্গুর মিঞা (২৮) ও আবদুর রশিদ (৩৫)।

 

জানা গেছে, লোগাং এলাকা থেকে কাজ শেষ করে আসার পথে দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেল লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তারা আহত হয়। বিজিবি তাদের উদ্ধার করে পানছড়ি হাসপাতালে নিয়ে আসে।

 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিজিবি আহত দুইজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে পানছড়ি হাসপাতালে নিয়ে আসে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

 

 

পূর্বকোণ/জহুর/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট