চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

তৃণমূল বিএনপি প্রার্থীর কর্মীকে মারধর, গাড়ি ভাঙচুর

খাগড়াছড়ি সংবাদদাতা

২৯ ডিসেম্বর, ২০২৩ | ৮:২২ অপরাহ্ণ

খাগড়াছড়ির পানছড়িতে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তৃণমূল বিএনপি প্রার্থী উশৈপ্রু মারমার সমর্থকদের মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

 

শুক্রবার (২৯ ডিসেম্বর) উপজেলার দুধকছড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ১২টি মোটরসাইকেল ও দুটি গাড়ি ভাঙচুর করার পাশাপাশি তৃণমূল বিএনপির কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

 

হামলার ঘটনায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করে উশৈপ্রু মারমা বলেন, পানছড়ির দুধকছড়া এলাকার একটি মারমা পাড়ায় উঠান বৈঠক করার সময় ১২ জনের একটি সশস্ত্র গ্রুপ এসে হামলা করে। এসময় আমাদের গাড়ি ভাঙচুর ও সমর্থকদের পিটিয়ে জখম করা হয়।

 

তবে ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, বিপুল চাকমাসহ ৪ নেতাকে হত্যার প্রতিবাদে ইউপিডিএফ পানছড়িতে সংসদ নির্বাচন বর্জন করা হয়েছে। এখানে পার্টি জড়িত নয়। মূলত জনগণই একতরফা নির্বাচনকে প্রতিরোধ করেছে। এ হামলা তারই নমুনা মাত্র।

 

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সহিদুজ্জামান জানান, এ ঘটনার কথা আমরা শুনেছি। কিন্তু এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেব ।

 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিউল আজম বলেন, আমরা বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় এখনও কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেনি।

 

 

পূর্বকোণ/জহুর/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট