চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

বোয়ালখালীতে মদ বিক্রেতা গ্রেপ্তার, ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার

বোয়ালখালী সংবাদদাতা

৫ ডিসেম্বর, ২০২৩ | ৫:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ড্রাইভার (৪৬) নামের এক মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় প্লাস্টিকের বস্তা ভর্তি ৩’শ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালী বাড়ি গেটের সামনের রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন ড্রাইভার নামে এক মদ বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। তার কাছে প্লাস্টিকের বস্তা ভর্তি ২’শ লিটার চোলাই মদ পাওয়া গেছে। অপর একজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে ১’শ লিটার মদভর্তি বস্তা ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট