চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজার-৩ আসনে নৌকার প্রার্থী কমলসহ ৪ জনের মনোনয়ন বৈধ

কক্সবাজার সংবাদদাতা

৪ ডিসেম্বর, ২০২৩ | ১১:৩৪ পূর্বাহ্ণ

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাও) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমলের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

 

এছাড়া জাতীয় পার্টির মোহাম্মদ তারেক, বাংলাদেশ কল্যাণ পার্টির আব্দুল আওয়াল মামুন এবং বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের মোহাম্মদ ইব্রাহিমের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

 

সোমবার (৪ ডিসেম্বর) সকালে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এ ঘোষণা দেন।

 

এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল ৬ জন। তাদের মধ্যে ন্যাশনাল আওয়ামী পার্টির শামীম আহসানের মনোনয়ন স্থগিত এবং স্বতন্ত্র মো. আবদুল মজিদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট