চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাজস্থলীর পূর্বকোণ প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

কাপ্তাই সংবাদদাতা

২৬ নভেম্বর, ২০২৩ | ১২:০৬ পূর্বাহ্ণ

মোটরসাইকেল দুর্ঘটনায় রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বকোণের প্রতিনিধি আজগর আলী খান গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৩টার দিকে একটি বিহারের নিউজ সংগ্রহ করতে গিয়ে বাঙালহালিয়া তপন বৌদ্ধ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, ওই এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িতে থাকা আজগর ও ওই গাড়ির চালক সাংবাদিক মিন্টু কুমার নাথ আহত হয়। তবে মাটিতে পড়ে গিয়ে আজগর চোখে ও শরীরের বিভিন্ন স্থানে বেশ আঘাতপ্রাপ্ত হন।

 

আজগর আলী খানকে দ্রুত চন্দ্রঘোনা মিশন হাসপালে নেয়া হয়। চোখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয় বলে রাজস্থলী প্রেসক্লাবের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট