চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

চকরিয়ায় ফুটবল খেলে গোসল করতে নেমে প্রাণ হারাল শিশু

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০২৩ | ২:৪৭ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় স্কুল মাঠে ফুটবল খেলা শেষে গোসল করতে নেমে পুকুরে ডুবে সাফওয়ানুল ইসলাম (১০) নামে হাফেজ খানার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় চকরিয়া পৌরসভার চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় পুকুরে এ ঘটনা ঘটে।

শিশু সাফওয়ান উপজেলার সাহারবিল ইউনিয়নের শিক্ষক দম্পতি মাস্টার সরওয়ার আলম ও সালেহা বেগমের ছেলে।

জানা গেছে, সকালে মা-বাবা ঘরে না থাকার সুযোগে বন্ধুদের নিয়ে স্থানীয় স্কুল মাঠে ফুটবল খেলতে যায় সাফওয়ান। পরে পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ওই শিশু। পরে অন্য শিশুরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু সাফওয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট