চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাজধানীতে মহাসমাবেশে গিয়ে চকরিয়া বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

২৯ অক্টোবর, ২০২৩ | ১১:১২ অপরাহ্ণ

রাজধানীতে মহাসমাবেশে গিয়ে কক্সবাজারের চকরিয়ার বিএনপি, শ্রমিকদল ও যুবদলের ৬ নেতা গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২৮ অক্টোবর) মধ্যরাতে মিরপুরের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

 

তাদের মধ্যে একজনকে নির্যাতনের অভিযোগ তুলে আটকের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজি।

 

আটকরা হলেন, চকরিয়ার চিরিংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক মমতাজ মিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু, চিরিংঙ্গা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হক, শ্রমিক দলের সভাপতি মো. বেলাল উদ্দিন ও উপজেলা যুবদলের সহ-সভাপতি ওসমান গনি। তাদের মধ্যে ওসমান গনিকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

 

উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজি স্বাভাবিক এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটকদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

 

বিবৃতিতে দাবি করা হয়, মুক্তিপণ আদায় করতে ওসমান গনিকে নির্যাতন করা হয়।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট