চট্টগ্রাম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

পেকুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

৩ অক্টোবর, ২০২৩ | ১০:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় খেলার সময় পুকুরের পানিতে ডুবে নাজমা মনি (৪) ও সায়েমা আক্তার (৪) নামের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নাজমা মনি নতুনপাড়া এলাকার নুরুল আজিম ও সায়েমা আক্তার একই গ্রামের সৌদি প্রবাসি সাইফুল ইসলামের মেয়ে।

 

টইটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম বলেন, দুই শিশু অন্য শিশুদের সাথে বাড়ির একটু দূরে পুকুরপাড়ে খেলছিল। সবার অগোচরে কোন এক সময় তারা পুকুরে পড়ে যায়। এ সময় তাদের মৃত্যু হয়। স্থানীয় একজন প্রতিবেশী তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। তারা গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে দুই শিশুর করুণ মৃত্যুতে তাদের পরিবারে চলছে শোকের মাতম।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট