চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

পটিয়ায় আবদুল করিম সাহিত্যবিশারদের ৭০তম মৃত্যুবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ

প্রাচীন বাংলা পুঁথি সাহিত্যের অমর গবেষক মুনশী আবদুল করিম সাহিত্যবিশারদের ৭০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

 

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে পটিয়া সদরের সুচক্রদণ্ডী গ্রামে অবস্থিত সাহিত্যবিশারদের সমাধি প্রাঙ্গণে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সাধারণ সম্পাদক শিবুকান্তি দাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, সাহিত্যবিশারদ স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, পটিয়া আইন কলেজ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক এডভোকেট খুরশীদ আলম, পটিয়া গৌরব সংসদের সাধারণ সম্পাদক আবদুর রহমান রুবেল, কামরুল হাসান বাবু, জাহেদউল পাশা আকাশ, গফফারুল বশর মনু, পিন্টু কুমার দে, আবু সাঈদ তালকুদার খোকন, আবদুল্লাহ আল মামুন, হামীম রায়হান প্রমুখ।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট