চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

বোয়ালখালীতে তিন ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী সংবাদদাতা

২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে অধিক মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি ও লাইসেন্স না থাকায় তিন ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার হাজীর হাট এবং কালুরঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

 

তিনি জানান, নিয়ম বহির্ভূতভাবে অধিক মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি করছিল ব্যবসায়ীরা। ছিল না লাইসেন্স। সিলিন্ডার ও পেট্রোলিয়াম একসাথে বিপদজনক অবস্থায় রেখে বিক্রির দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট