চট্টগ্রাম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

দৌড়ে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দৌড়ে রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাবিয়া খাতুন (৭৫) নামে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মহাসড়কের ইসলামনগর এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হলে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চমেক হাসপাতালে নেয়া হয়।

 

নিহত মাবিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড খিলছাদক গ্রামের রহমত আলীর স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে ইসলামনগর এলাকায় দৌড়ে মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারগামী পূররী যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কের পাশে পড়ে গুরুতর আহত হয় মাবিয়া। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই তিনি মারা যান।

 

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, দৌড়ে রাস্তা পার হতে দিয়ে বাসের ধাক্কায় আহত নারী চমেক হাসপাতালে মারা গেছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে যায়। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট