চট্টগ্রাম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় অস্ত্রসহ গ্রেপ্তার ২

আনোয়ারা সংবাদদাতা

১৫ সেপ্টেম্বর, ২০২৩ | ৮:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি দেশীয় তৈরি বন্দুক, একটি কাতুজ, ধারালো একটি ছুরি ও একটি রামদা উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও চায়না ইকোনমিক জোনের কাটা পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হল- বৈলচুড়া এলাকার আবদুস শুক্কুরের ছেলে মো. আনোয়ার (৩২) ও পাঁচসিকদার বাড়ির আবু শামার ছেলে মো. আবু ইউসুফ রাজু (৩০)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা পাহাড়ের মধ্যে লুকিয়ে ছিল এবং তাদের কর্মকাণ্ড চালাচ্ছিল বলে জানিয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে বলে জানায় পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট