চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

পটিয়ায় রাস্তার পাশে মিলল তরুণীর কম্বল মোড়ানো লাশ

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় রাস্তার পাশ থেকে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধলঘাটের মুকুটনাইট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার পূর্বকেণকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর লাশ কম্বল মোড়ানো অবস্থায় ছিল। তার বয়স ২৫ থেকে ৩০ হতে পারে। কে বা কারা লাশটি রাস্তার ওপর ফেলে চলে গেছে তা এখনো জানা যায়নি।

 

তিনি আরও বলেন, ‘লাশের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন নেই। তবে কপালের ভ্রুতে ছোট একটি আঘাতের চিহ্ন আছে। এটা হত্যা নাকি নাকি অন্য কিছু সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। পিবিআই ফিঙ্গার প্রিন্ট নিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট