চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

উখিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

৩ জুলাই, ২০২৩ | ৫:২৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া এলাকা থেকে কামাল উদ্দিন নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কামাল ইনানীর নিদানীয়া এলাকার সৈয়দ আকবরের ছেলে।

 

সোমবার (৩ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামাল নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট