চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

রাজস্থলীতে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রাজস্থলী সংবাদদাতা

২২ জুন, ২০২৩ | ১২:০৯ পূর্বাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে হাইকোর্টের নির্দেশ অমান্য করে গড়ে ওঠা তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

 

আজ বুধবার (২১ জুন) বিকাল ৪টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ অভিযান চালিয়ে ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। এছাড়া ইটভাটার সামনে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেন।

 

এরমধ্যে দুইটি উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের বড়ইতলী ও কলেজ পাড়া এলাকায়, অপরটি বাঙ্গালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়ায় এলাকায়।

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ জানান, ‘মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করায় সংশ্লিষ্ট ইটভাটাসমূহের সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং এ সকল ইটভাটার কার্যক্রম বন্ধের নোটিশ যথাযথভাবে জারি করা হয়েছে।’

 

পূর্বকোণ/আজগর/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট