চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় দু’পক্ষের গোলাগুলি, আরএস সদস্য নিহত

উখিয়া সংবাদদাতা

১৯ জুন, ২০২৩ | ১:০৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় আরসা ও আরএসের মধ্যে গোলাগুলিতে ইমন হোসেন (১৮) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহত ইমামম হোসেন ক্যাম্প-১০ এর সিরাজ হোসেনের ছেলে।

 

সোমবার (১৯ জুন) রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, সোমবার সকাল ৮টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসের মধ্যে গোলাগুলি হয়। এ সময় ইমান হোসেন নামে আরএসের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে ক্যাম্প হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসের মধ্যে গোলাগুলির ঘটনায় ইমান হোসেন নামের আরএসের এক সদস্য নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট