চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

লামায় তক্ষক নিয়ে দুই ব্যবসায়ী গ্রেপ্তার

লামা সংবাদদাতা

১৯ জুন, ২০২৩ | ১:০১ অপরাহ্ণ

বান্দরবানের লামায় রাতের আঁধারে পাচারকালে তক্ষকসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

রবিবার (১৮ জুন) রাত সাড়ে ১১টায় লামা-চকরিয়া সড়কের ইয়াংছা ছয় মাইল নামক স্থানে সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার তক্ষক ব্যবসায়ীরা হলো- কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা পাড়ার নুরুল হুদার ছেলে মো. কুতুব উদ্দীন (৪২) ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার মৃত মোহাম্মদ পেটানের ছেলে মো. নাজিম উদ্দিন (৪৫)।

 

লামা থানার উপ-পরিদর্শক (এসআই) বলেন, রবিবার রাত সাড়ে ১১টায় ফাঁসিয়াখালী ছয় মাইল নামক স্থানে পাকা রাস্তার ওপর একটি মোটরসাইকেল থামার জন্য সংকেত দেওয়া হয়। মোটরসাইকেলটি থামলে পেছনে বসা কুতুব উদ্দীনের হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে একটি বন্যপ্রাণী তক্ষক পাওয়া যায়। তক্ষকটির আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা বলে জানায় তারা। অতঃপর বন্যপ্রাণী তক্ষক ও পরিবহন কাজে জড়িত থাকায় দুইজনকে গ্রেপ্তার করি ও আসামিদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, এই বিষয়ে বন্যপ্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৯/৪১ ধারায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের সোমবার (১৯ জুন) সকালে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট