চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

উখিয়ায় ৯ আরসা সদস্য গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

১৮ জুন, ২০২৩ | ২:৪৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ৯ জন আরসা সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও এপিবিএন।

 

শুক্রবার (১৬ জুন) র‌্যাব-১৫ এবং ৮ ও ১৬ এপিবিএন ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃতরা হলো- ৮ নম্বর ক্যাম্পের নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ রফিক (২৭), আমির আলীর ছেলে মোহাম্মদ রহিম (২২), ১০ নম্বর ক্যাম্পের শাবত আলীর ছেলে জিয়াবুল (৩১), শামছুল আলমের ছেলে ওমর ফয়সাল (২৭), সৈয়দ হোসেনের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৩৮), দিল মোহাম্মদের ছেলে হাফিজ আহমেদ (২৯), আবুল কাদেরের ছেলে মো. জুবায়ের (২৬), মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. রফিক ছালাম (৩১) ও মৃত সিদ্দিকের ছেলে মোহাম্মদ আয়াছ (৩৬)।

 

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার র‌্যাব-১৫ এবং এপিবিএন ৮ ও ১৬-এর আভিযানিক দল ক্যাম্প-৮ ও ১০ এলাকায় অভিযান পরিচালনা করে ৯ জন আরসা সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার আরসা সদস্যদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট