চট্টগ্রাম সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেপ্তার

লোহাগাড়া সংবাদদাতা

১৭ জুন, ২০২৩ | ৮:৩৯ অপরাহ্ণ

চট্টগামের লোহাগাড়ায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আইয়ুব আলী (৭০) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান।

 

গ্রেপ্তার আইয়ুব আলী লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আমির খান চৌধুরী পাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে।

 

জানা যায়, ২০০১ সালের নভেম্বরে লোহাগাড়ায় আমিরাবাদ ইউনিয়নের আমির খান চৌধুরী পাড়ার জায়গা-জমি বিরোধের জেরে মাহমুদুল হক নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। উক্ত ঘটনার ৪ মাস পর ২০০২ সালে সে মামলার প্রধান সাক্ষী ও নিহত মাহমুদুল হকের ভাই জানে আলমকে হত্যা করে একই আসামিরা। পরবর্তীতে জানে আলম হত্যা মামলায় ২০০৭ সালে আইয়ুবসহ ১২ জনের মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। ২১ বছর বিভিন্নভাবে পলাতক ছিল আইয়ুব।

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, দীর্ঘদিন পরে হলেও জানে আলম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট