চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

সাতকানিয়া সংবাদদাতা

১৭ জুন, ২০২৩ | ৬:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. আকিব (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলা ছাদাহা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোরশেদুর রহমান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

নিহত মো. আকিব উপজেলার ছাদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বহনামুড়া এলাকার মোহাম্মদ মফিজের ছেলে ও ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

 

বজ্রপাতে আহত অবস্থায় রাকিবকে সাতকানিয়া আশ-শেফা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ওসমান গনি তাকে মৃত ঘোষণা করেন।

 

তিনি বলেন, রাকিব নামে এক স্কুল ছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে তার বুকের দু’পাশে পোড়ার চিহ্ন দেখে বজ্রপাতে মৃত্যু বলে ধারণা করছি।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট