চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের হাতের কব্জি বিচ্ছিন্ন

টেকনাফ সংবাদদাতা

১৬ জুন, ২০২৩ | ৯:৫৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্টে এক রোহিঙ্গা কিশোরের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত কিশোর টেকনাফ ২৬ নম্বর ক্যাম্পের ব্লক এফ ৫ এর সাবের আহমদের ছেলে কামাল সাদেক (১৫)।

 

শুক্রবার (১৬ জুন) বিকাল ৪টার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়নের মুচনী ক্যাম্প- ২৬ ব্লক এফ ৫ এলাকায় পল্লী বিদ্যুতের তারের সাথে লেগে এই দুর্ঘটনা ঘটে।

 

২৬ নম্বর ক্যাম্পের মাঝি বজলুর রহমান জানান, একদল কিশোর-কিশোরী খেলা করছিল। এ সময় কামাল সাদেক নামের রোহিঙ্গা কিশোর ক্যাম্পের ভেতর থাকা একটি ওয়াচ টাওয়ারের উপরে উঠে একপর্যায়ে বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্টে তার বাম হাতের কব্জি ছিড়ে তারের সাথে লেগে গেলে ছিটকে নিচে পড়ে যায়। ধারণা করা হচ্ছে বৃষ্টির কারণে বিদ্যুতের তার নিচে পড়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট