বান্দরবানের মিয়ানমার সীমান্ত সংলগ্ন রুমা উপজেলাসহ বেশ কয়েকটি দুর্গম এলাকায় সন্ত্রাসী তৎপরতার কারণে এবার শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পুরোপুরি সফল হবে না বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার নীহার রঞ্জন নন্দী। এসব এলাকায় সন্ত্রাসী তৎপরতা কমে গেলে পরবর্তীতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নয়ন সালাউদ্দিন, প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাশৈচিং, মেডিকেল অফিসার ডাক্তার আলমগীরসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বান্দরবানের রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলার মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় সাম্প্রতিক সময়ে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের তৎপরতার কারণে এসব এলাকায় স্বাস্থ্য সেবা অনেকাংশে ব্যাহত হচ্ছে। বেশ কিছু এলাকার পাড়াগুলোতে আতঙ্কের কারণে এখন লোকজনই নেই। এ অবস্থায় আগামী ১৮ জুন দেশব্যাপী অনুষ্ঠিত শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন কর্মসূচি বান্দরবানে পুরোপুরি বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে।
তবে এ বিষয়ে সিভিল সার্জন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে এসব এলাকায় কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, এবার বান্দরবানের সাত উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৩৩৪ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৩ হাজার ৩১ জন শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা ধরা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এসি