মূল্য তালিকা না থাকায় রাঙামাটির কাপ্তাইয়ের নতুনবাজারে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ জুন) সকালে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে।
তিনি জানান, মূল্যতালিকা ও বিক্রয় রশিদ দেখাতে না পারায় হিলভিউ ল্যাব সেন্টারকে ২ হাজার টাকা ও ট্রেড লাইন্সেস না থাকায় আইরিন ফাস্ট ফুডকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/এএইচ