চট্টগ্রামের আনোয়ারা কেইপিজেডের শ্রমিকবাহী জীপের চাকায় পিষ্ট হয়ে আজমাইন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের বখতিয়ার পাড়া মিন্নত আলী দোভাষী বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজমাইন স্থানীয় মো. ছালেহ জঙ্গীর ছেলে। পরিবারে দুই ছেলের মধ্যে আজমান দ্বিতীয়।
ঘটনার পর স্থানীয়রা দুর্ঘটনাকবলিত গাড়ি ও চালককে আটক করে। স্থানীয় চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু আজমাইন অন্যান্য ছেলেদের সাথে খেলছিল। এ সময় কেইপিজেডের শ্রমিকবাহী জীপ ও অন্যান্য গাড়িগুলো দ্রুতগতিতে চলছিল। দ্রুতগতির একটি জীপগাড়ি আজমানকে চাপা দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন চালককে আটক করে গনপিটুনি দেয়।
বিষয়টি নিশ্চিত করে সিইউএফএল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, দুর্ঘটনার পর গাড়ি ও চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ