চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

রাউজানে আগুনে পুড়ল বসতঘর, ৪ লাখ টাকার ক্ষতি

রাউজান সংবাদদাতা

১৩ জুন, ২০২৩ | ৪:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১২ জুন) দিবাগত রাত ৩টায় সুলতানপুর নন্দীপাড়া কালীবাড়ির পশ্চিম পাশে দাশপাড়ায় এ আগুনের ঘটনা ঘটে। এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আরেক পরিবারের রান্না ও গোয়াল ঘর।

 

এ ঘটনায় নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ ক্ষয়ক্ষতি হয়েছে কমপক্ষে ৪ লাখ টাকার।

 

স্থানীয় রতন দাশসহ ক্ষতিগ্রস্তরা জানান, গতকাল রাতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে ওই এলাকার গোবিন্দ দাশের ঘরে। এতে তার টিনের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়াও পাশ্ববর্তী অন্য একটি ঘরের রান্না ও গোয়াল ঘর সামান্য পুড়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর খবর পেয়ে রাউজান ফায়ার সাভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

 

রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেছেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট