কক্সবাজার পৌরসভা নির্বাচনে ২৮ হাজার ৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী নারকেল গাছ প্রতীক নিয়ে মাসেদুল হক রাশেদ পেয়েছেন ২৪ হাজার ৬৯৯ ভোট। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৩ হাজার ৩৬৩ ভোট।
আজ সোমবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন এই ফলাফল ঘোষণা করেন। এরআগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ১২ ওয়ার্ডের ৪৩ কেন্দ্রে ভোটগ্রহণ চলে।
এছাড়া সাধারণ সদস্য তথা কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছে- এসআইএম আকতার কামাল আজাদ (পাঞ্জাবী), ২ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান (পানির বোতল), ৩ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম মুকুল (উটপাখি), ৪ নম্বর ওয়ার্ডে এহেছান উল্লাহ (ব্লাক বোর্ড), ৫ নম্বর ওয়ার্ডে সাহাব উদ্দিন সিকদার (টেবিল ল্যাম্প), ৬ নম্বর ওয়ার্ডে ওমর সিদ্দিক লালু (ডালিম), ৭ নম্বর ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু (ব্রীজ), ৮ নম্বর ওয়ার্ডে রাজ বিহারী দাশ (উটপাখি), ৯ নম্বর ওয়ার্ডে হেলাল উদ্দীন (উটপাখি), ১০ নম্বর ওয়ার্ডে সালাহ উদ্দিন সেতু (উটপাখি), ১১ নম্বর ওয়ার্ডে নুর মোহাম্মদ (ডালিম) এবং ১২ নম্বর ওয়ার্ডে এম এ মনজুর (উটপাখি) বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচত হয়েছে।
অন্যদিকে সংরক্ষিত ১ আসনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শাহেনা আকতার (আনারস)। সংরক্ষিত ২ আসনে ইয়াসমিন আকতার (চশমা), সংরক্ষিত ৩ আসনে- জাহেদা আকতার (চশমা) এবং সংরক্ষিত ৪ আসনে নাছিমা আকতার (টেলিফোন) বেসরকারিভাবে নির্বাচিত।
পূর্বকোণ/আরাফাত/জেইউ/পারভেজ