চট্টগ্রামের রাউজানে নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে ফাতেমা আকতার (২৯) নামে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ জুন) ভোর ৬টায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বদুপাড়া গ্রামের খাল থেকে লাশটি উদ্ধার করে স্থানীয় জনতা।
নিহত ফাতেমা ওই এলাকার কালা মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় নিখোঁজ হন ফাতেমা। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি পরিবার। পরে আজ সোমবার ভোরে একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশকে না জানিয়ে লাশ দাফন করে দেন পরিবারের সদস্যসহ স্থানীয়রা।
পাহাড়তলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, ফাতেমা নামে এক নারী সন্ধ্যায় নিখোঁজ হন। খালে তার মরদেহ পাওয়া যায়। ফাতেমা ভাতাভুক্ত প্রতিবন্ধী ছিলেন। কারো কোনো অভিযোগ নেই।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘নারীর লাশ উদ্ধারের বিষয়ে এখনো পর্যন্ত থানায় কেউ কোনো তথ্য জানায়নি।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/এসি