চট্টগ্রাম শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

মহেশখালীতে নির্মাণাধীন সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্প।

মহেশখালীতে ডাকাতের গুলিতে নিরাপত্তা প্রহরী গুলিবিদ্ধ

মহেশখালী সংবাদদাতা

৮ জুন, ২০২৩ | ৫:৪১ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়ায় ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন হিজবুল্লাহ (২২) নামে এক নিরাপত্তা প্রহরী। গুলিবিদ্ধ হিজবুল স্থানীয় সোনাপাড়া এলাকার মোহাম্মদ ইসহাকের ছেলে।

 

বুধবার (৭ জুন) দিবাগত রাত ২টায় নির্মাণাধীন সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্পে এ ঘটনা ঘটে।

 

এদিকে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভোরে কালারমারছড়ার মেহেদী রিয়াদ নামে একজনকে ডাকাত সন্দেহে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

 

জানা গেছে, প্রতিনিয়ত এসপিএম প্রকল্পে চুরি-ডাকাতি হলেও জড়িতদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা না নেওয়ায় একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে মনে করেন অনেকে ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান। তিনি বলেন, সিকিউরিটি গার্ড হিজবুল্লাহর মাথার এক পাশে গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠিয়েছেন স্থানীয় চিকিৎসক।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট