চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট বাজারে উপজেলা মৎস্য অফিসের অভিযানে প্রায় ১০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। এ সময় ব্যাপারিরা পিরানহা মাছগুলো ফেলে পালিয়ে যায়। জব্দকৃত মাছগুলো মাটিঁতে পুঁতে ফেলেছে মৎস্য অফিসের কর্মকর্তারা।
বুধবার (৭ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একব্যক্তির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা।
তিনি বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে মাছগুলো জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। পিরানহা একটা নিষিদ্ধ রাক্ষুসী মাছ। এটি দেখতে রুপচাঁদা মাছের মতো, তাই অসাধু ব্যবসায়ীরা এটাকে রূপচাঁদা বলে বিক্রি করেন। এ বিষয়ে ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে।
পূর্বকোণ/মুন্না/জেইউ